জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে জ্বলছে প্যারিস, দেখুন ছবি
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভে ফুঁসছে প্যারিস।
রাস্তায় নেমেছে প্রায় লক্ষাধিক মানুষ। চলছে দফায় দফায় পুলিস-জনতার খণ্ডযুদ্ধ।
পুলিস সূত্রে খবর, সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।
একশোর বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ২৩ জন পুলিস কর্মী রয়েছে।
গ্রেফতার করা হয়েছে ৪০০ বিক্ষোভকারীকে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘ইয়োলো ভেস্ট’ নামে এই আন্দোলন সংগঠিত হলেও পরবর্তীকালে বৃহত্তর আকার নেয় বিক্ষোভের।
কুড়ুল, কাঠারি নিয়ে রাস্তায় নামে জনতা। পোড়ানো হয় সরকারি গাড়ি।
পুলিসের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধে আগুনে ঘি পড়ে।
পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
ফ্রান্স সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রিভক্স জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরী অবস্থা জারি করা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।