লেক কোমোয় একান্তে ছুটি কাটিয়ে ফিরলেন রণবীর-আলিয়া
কিছুদিন আগেই শোনা গিয়েছিল আলিয়া লন্ডনে গিয়েছেন দিদি শাহিন ভাটের সঙ্গে কিছুটা সময় কাটাতে। এই মুহূর্তে শাহিন ভাট লন্ডনে ইন্টিরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন।
পরে তিনি রণবীরের সঙ্গে ইউরোপে কোনও এক জায়গায় ছুটি কাটাবেন বলেও শোনা গিয়েছিল।
এসব খবরের মাঝেই ছড়িয়ে পড়ে রণবীর-আলিয়া ইতালির লেক কোমোতে ছুটি কাটাতে গিয়েছেন।
রণবীর-আলিয়ার লেক কোমোয় ছুটি কাটানোর জল্পনা আরও বেশি ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে আলিয়ার পোস্ট করা এই ছবি থেকে। যেখানে অর্জুন কাপুর কমেন্ট করেন 'হোয়্যার ইজ দ্যা লেক?' যার অর্থ হয় লেক কোথায়? এই মন্তব্যের জেরেই অনেকেই ধরে নেন রণবীর-আলিয়া লেক কোমোতেই গিয়েছেন।
খবর ছড়িয়ে পড়ে রণবীর-দীপিকার মতো আলিয়া-রণবীরও কি তবে লেক কোমোয় বিয়ের পরিকল্পনা করছেন? যদিও এই জল্পনা মিথ্যা বলে উড়িয়ে দেন আলিয়ার মা সোনি রাজদান।
শুক্রবার ছুটি কাটিয়ে ফেরার মুম্বইতে ফেরার সময় পাপারাৎজির ক্যামেরাবন্দি হন আলিয়া-রণবীর।