সাবেকি প্রতিমা, থিমে অভিনবত্ব, দেখুন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ছবি
আজ জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। জমজমাট চন্দননগর। ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড়। যে দিকে তাকানো যাচ্ছে, শুধুই কালো মাথার সারি। চন্দননগরের আলোকসজ্জার খ্যাতি সুবিদিত। চন্দননগরের গন্দোলপাড়া রাধানাথ শিকদার রোডের পুজোর থিম অন্তর্মুখী। প্রতিমা সাবেকি সাজের। দেখুন ছবি-