হিনা খান, দিব্যাঙ্কা ত্রিপাঠি থেকে একতা কাপুর, হোলি খেললেন টেলি তারকারা

Thu, 21 Mar 2019-8:04 pm,

বৃহস্পতিবার হলি পার্টির আয়োজন করেন একতা কাপুর। সেখানেই হাজির ছিলেন টেলি তারকারা।

হিনা খান ও হবু বর রকি জয়সওয়াল।

নিয়া শর্মা এবং কুমকুম ভাগ্য খ্যত ধীরজ ধোপরা।

দিব্যাঙ্কা ত্রিপাঠি ও তাঁর স্বামী বিবেক ধাইয়া।

কুমকুম ভাগ্য খ্যাত অরিজিৎ তানেজা, ইয়ে হ্যায় মোহব্বতে খ্যাত অভিষেক বর্মা, কপিল শর্মার ঘনিষ্ঠ বন্ধু চন্দন প্রভাকর।

রবি দুবে ও সরগম মেহেতা।

'দিয়া অ্যান্ড বাতি' খ্যাত দীপিকা সিং ও তাঁর স্বামী।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link