পর্যাপ্ত খাবার নেই, চিড়িয়াখানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কঙ্কালসার ৫ আফ্রিকান সিংহ
বুভুক্ষ আফ্রিকার বনের রাজা। কঙ্কালসার শরীর। যেন ঠিকরে বেরচ্ছে হাড়গুলো। চোখে-মুখে হিংস্রতার ছাপ তো দূর, মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই।
একটি নয়, পাঁচ-পাঁচটি আফ্রিকান সিংহ চরম অপুষ্টিতে দিন কাটাচ্ছে সুদানের একটি চিড়িয়াখানায়। সেই ছবি সোশ্যাল মিডিয়া প্রকাশ হলে রীতিমতো ভাইরাল হয়।
সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। সুদানের রাজধানী খারতৌমের অল-কুরেশি উদ্যান এই সিংহদের ছবি পোস্ট করেন ওসমান সালিহ নামে এক নেটিজেন।
সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদনও করেন তিনি। তাঁর এই পোস্ট ভাইরাল হয়ে যাওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন। সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকেই।
ওসমান আরও একটি পোস্ট করে জানিয়েছেন, আজ কুরেশি উদ্যানের ভাল দিন। উদ্যানের প্রশাসন এবং বনদফতের আধিকারিকের সঙ্গে বৈঠক হয়েছে। পর্যাপ্ত খাবার এবং ওষুধও জোগাড় করা গিয়েছে।
এই মুহূর্তে ওই সিংহদের শারীরিক অবস্থা , বাঁচানো কঠিন বলে জানাচ্ছেন চিকিত্সকরা।
সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত খাবার নেই। নিজেরাই খাবার কিনে চালিয়ে এত দিন চালিয়ে যাচ্ছিলেন।