বছরের একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখে নিন কিছু বিরল ছবি

Wed, 03 Jul 2019-8:05 pm,

চিলির প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে উপকূলবর্তী শহর লা সেরেনা। দক্ষিণ আমেরিকার অন্যতম বড় সৌর পর্যবেক্ষণ কেন্দ্র লা সেরেনায়। এখান থেকেই বছরের একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। মহাজাগতিক দৃশ্য দেখার জন্য লা সেরেনা শহরে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ।

সূর্যগ্রহণের সব থেকে ভাল ছবি অবশ্য উঠল আর্জেন্টিনার বুয়েনস আইরেস থেকে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বেশিরভাগটাই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর। স্থলভাগের কেবলমাত্র চিলি, আর্জেন্টিনা এবং উরুগুয়েতেই প্রত্যক্ষ করা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এমনটাই জানা গিয়েছিল। 

বিকেল সাড়ে চারটে নাগাদ দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে দেখা গেল পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে এবং পানামায় দেখা গিয়েছে আংশিক সূর্যগ্রহণ। 

লা সেরেনা শহরে দুই লক্ষ মানুষের বসবাস। এদিন সূর্যগ্রহণ দেখার জন্য সেখানে এসে হাজির হন তিন লক্ষ মানুষ। কার্ডবোর্ড ও বিশেষ কাঁচ দিয়ে বানানো চশমা দিয়ে সাধারণ মানুষও দেখলেন সূর্যগ্রহণ। এক একটি চশমা বিক্রি হল দশ ডলারে। 

১৪ ডিসেম্বর ২০২০-তে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে। সেটিও চিলি ও আর্জেন্টিনা থেকে সব থেকে ভালভাবে প্রত্যক্ষ করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link