R G Kar Protest | Pingla Patchitra: প্রতিবাদের পটচিত্র! আরজি কর-কাণ্ডে গর্জে উঠল পিংলার পটশিল্পীদের তুলি...

SUDESHNA PAUL Mon, 26 Aug 2024-5:13 pm,

ই. গোপী: আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে গান বাঁধলেন ও ছবি আঁকলেন পিংলার পট শিল্পীরা! আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গান বাঁধলেন পটুয়ারা। গানের সঙ্গে সঙ্গে চলছে পটে ছবি আঁকাও। 

তাঁরা বলছেন, 'চিকিৎসক হোক, নার্স হোক বা সাধারণ মেয়ে, তাঁরা আমাদেরই ঘরের মেয়ে। তাঁদের নিরাপত্তা চাই। গান ও পটচিত্রের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানাচ্ছি।' আরজি করের ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের পিংলার পটুয়ারা গান বেঁধেছেন, 'আরজি করে ধর্ষণ হলেন ডাক্তার দিদিমণি। ধর্ষণ করে হত্যা করল শয়তান মুখোশধারী। আরজি করে ধর্ষণ হলেন...। ডাক্তার হলেন আমাদের দ্বিতীয় ভগবান/ ডাক্তার আমাদের বাঁচান যে প্রাণ। পৃথিবী জুড়ে 'উই ওয়ান্ট জাস্টিস' আওয়াজ উঠিলো। দোষীদের শাস্তির দাবিতে সবাই রাস্তায় নামিলো...।' 

পটচিত্র শিল্পী বাহাদুর চিত্রকরের নেতৃত্বে দিনরাত রিহার্সাল করছেন বাহারজান চিত্রকর, রূপসোনা চিত্রকর, চাঁদনী চিত্রকর,নাজিরা চিত্রকর, সাবিনা চিত্রকর সহ অন্যান্য শিল্পীরা। কেউ দলবদ্ধ ভাবে, আবার কেউ এককভাবে আরজি করের ঘটনার প্রতিবাদে গান ও পটচিত্র আঁকছেন। এটাই তাঁদের প্রতিবাদের ভাষা। 

পটচিত্র শিল্পী বাহাদুর চিত্রকর বলেন, 'শিল্পীরা প্রতিবাদ না করলে সমাজ তাঁদের ক্ষমা করবে না। এমন একটা ঘটনায় আমরা বসে থাকতে পারি না। সমাজের অন্যান্য পেশার মানুষের সঙ্গে আমরাও চাই, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সমাজের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের শিল্পকর্মের মাধ্যমে সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করি। এ বারও তার অন্যথা হবে না। গান ও পটচিত্রের মাধ্যমে আমরা দোষীদের শাস্তি চাইছি। গোটা বিশ্বের মানুষের সঙ্গে আমরাও প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি জানান, 'দিল্লির নির্ভয়ার ঘটনার পরেও আমরা প্রতিবাদের গান বেঁধেছিলাম, প্রতিবাদের ছবিও এঁকেছিলাম। এ বারও আমরা থেমে নেই। গান লিখেছি, ছবিও আঁকছি। পটের গান ও ছবির মাধ্যমে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।'

পিংলার পটচিত্র শিল্পী রূপসোনা চিত্রকর বলেন, 'আমরাও মহিলা। হাসপাতালের মধ্যে চিকিৎসকেরা নিরাপদ নয়। আমরা সাধারণ মানুষ নিরাপদে থাকবো কী করে! এই ঘটনার প্রতিবাদ তো সকলেরই করা উচিত। দোষীরা কঠোর শাস্তি না পেলে সমাজে এ ঘটনা বন্ধ হবে না।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link