মণীশ খুনের তদন্তে উদ্ধার কার্বাইন-বাইক, সিবিআই তদন্তের দাবিতে দায়ের হল মামলা
নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের তদন্তে বড়সড় ব্রেক থ্রু পুলিসের। উদ্ধার হয়েছে মণীশ খুনে ব্যবহৃত কার্বাইন।
সোদপুর রেলওয়ে ব্রিজের কাছ থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত কার্বাইন। প্রসঙ্গত, মণীশ শুক্লাকে খুনের জন্য ঝাড়খণ্ড থেকে অস্ত্র আনা হয় বলে আগেই তদন্তে উঠে এসেছে।
প্রসঙ্গত, ১৪টি বুলেটে ঝাঁঝরা হয়ে যায় বিজেপি নেতা মণীশ শুক্লার শরীর। ময়নাতদন্তে দেখা যায়, মণীশের শরীরে পাওয়া বুলেটগুলি 9mm। আর তাতেই দানা বাঁধে সন্দেহ।
শুধু কার্বাইন নয়, একইসঙ্গে এদিন উদ্ধার হয়ে আততায়ীদের ব্যবহার করা ৩টি বাইক। পালসার, এনফিল্ড সহ আরও একটি বাইক উদ্ধার হয়েছে এদিন।
উল্লেখ্য, মণীশ খুনে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি। পাশাপাশি মণীশ শুক্লা খুনে সিবিআই তদন্তের দাবিতে আজই হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা দায়ের করেছেন আইনজীবী প্রিয়াঙ্কা তিবরেওয়াল। সোমবার শুনানির সম্ভাবনা।