ভিন্ন ধর্ম এক ছবি! জামা মসজিদ থেকে হনুমান মন্দির, নিয়ম বজায় রেখে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদন: টানা দুমাসের লকডাউনের পরে ধীরে ধীরে সচল হচ্ছে ভারত। খুলে গিয়েছে মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বার ও অন্যান্য ধর্মীয় স্থান। তার পরেই মানুষের ঢল নেমেছে সব ধর্মীয় স্থানেই। সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে আরাধনা।
নতুন দিল্লির জামা মসজিদে প্রবেশের সময় থার্মাল স্ক্যানারের মাধ্যমে দেহের উষ্ণতা পরিমাপ করে তারপরই মিলছে প্রবেশের অনুমতি।
সামাজিক দূরত্ব বজায় রেখেই লখনউর ইয়াহিয়াগঞ্জ গুরুদ্বারে চলছে উপাসনা। নতুন দিল্লির ঝান্ডেওয়ালা মন্দিরেও সারিবদ্ধভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলল প্রার্থনা। স্যানিটাইজ টানেলের মধ্য দিয়ে প্রবেশ করতে হলো দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারে।
দিল্লির ক্যাথিড্রাল চার্চেও নিয়মবিধি মেনেই প্রার্থনা হলো। আনলক ১ এর শুরুতে কলকাতার সেন্ট টেরেজা চার্চের ছবিও একই।
মথুরায় কৃষ্ণ জন্মস্থান মন্দিরেও থার্মাল স্ক্যানিং ও অন্যান্য নিয়মবিধি মেনেই মিলল প্রবেশের অনুমতি। এলাহাবাদের বড়ে হনুমান মন্দিরেও সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠভাবেই পুজো হলো।