করোনা যুদ্ধে পুলিসকর্মীদের ওষুধ তুলে দিল ফুটবলারদের সংগঠন Players for Humanity

Wed, 13 May 2020-6:49 pm,

করোনা প্রতিরোধে ময়দানে নামলেন ফুটবলাররা। এর আগে ব্যারাকপুর পুলিস কমিশনারেটে গিয়ে পর্যাপ্ত ওষুধ তুলে দেয় ফুটবলারদের সংগঠন Players for Humanity।

 

মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম অস্ত্র হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। সেই মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম এলবাম-৩০ বুধবার বিধাননগর পুলিশ কমিশনারেটের হাতে তুলে দিলেন ফুটবলাররা।

বুধবার সকালে বিধাননগর পুলিশ কমিশনারেটে গিয়ে ২ হাজার ওষুধ তুলে দেন মেহতাব-শিল্টনরা। প্রাক্তন ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনসন দেবদাস, অভিজিৎ মন্ডল, অভ্র মন্ডলরাও।

কয়েকদিন আগেই বারাকপুর পুলিশ কমিশনারেটে গিয়ে এই হোমিওপ্যাথি ওষুধ বন্টন করেছিলেন প্রণয় হালদার, প্রবীর দাসরা।

এরপর হাওড়া আর কলকাতা পুলিসের হাতে এই হোমিওপ্যাথি ওষুধ (আর্সেনিকাম এলবাম-৩০) তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ময়দানের ফুটবলারদের সংগঠন প্লেয়ার্স ফর হিউম্যানিটির।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link