ট্রেন-বিমান চালালে বিপদ বাড়বে! জেনে নিন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে কে কী বললেন

Mon, 11 May 2020-8:52 pm,

১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ। তার আগেই সোমবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ তারিখের পরে কী হবে, এনিয়ে ভিন্ন মত দিয়েছেন মুখ্যমন্ত্রীরা। কেউ বলেছেন, ধীরে ধীরে অর্থনৈতিক কাজকর্ম শুরু হোক, কেউ এর তীব্র বিরোধিতা করেছেন। জেনে নিন কে কী বললেন।

কে পালানিস্বামী(তামিলনাড়ু)

৩১ মে পর্যন্ত বিমান-ট্রেন পরিষেবা চালু করবেন না। চেন্নাই কোভিড পজিটিভ কেসের সংখ্যা বাড়ছে। ট্রেন-বিমান চালু হলে বিপদ বাড়বে।

জগন মোহন রেড্ডি(অন্ধ্রপ্রদেশ)

কৃষি বিপণন শুরু করা উচিত। এতে অর্থনীতি অনেকটাই শুধরে যাবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্ত সহজ করা প্রয়োজন। পাবলিক ট্রান্সপোর্ট, শপিং মল খোলা উচিত।

মমতা বন্দ্যোপাধ্যায়(পশ্চিমবঙ্গ)

করোন মোকাবিলায় কেন্দ্রের আচরণে তীব্র সমালোচনা করেন মমতা। বলেন, এটা রাজনীতি করার সময় নয়। করোনা মোকাবিলার নামে রাজনীতি হচ্ছে। ফেডারেল স্ট্রাক্চার ভাঙবেন না।

চন্দ্রশেখর রাও(তেলঙ্গানা)

প্যাসেঞ্জার ট্রেন চালাবেন না। এতে বিপদ বাড়বে।

অমরিন্দর সিং(পঞ্জাব)

পরিকল্পনা করে লকডাউনের মেয়াদ বাড়ান। দেখুন যাতে ধীরে হলেও অর্থনৈতিক কাজকর্ম শুরু হয়।

পিনারাই বিজয়ন(কেরল)

সড়ক ও বিমান পরিবহন সাবধানে শুরু করা প্রয়োজন। রাজ্য সরকারের বাস চালু করা উচিত।

অরবিন্দ কেজরিওয়াল(দিল্লি)

কনটেইনমেন্ট জোন ছাড়া অন্য জায়গায় ধীরে ধীরে অর্থনৈতিক কাজকর্ম শুরু করা উচিত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link