PM in Jungle Safari: খাকি পোশাকে একেবারে অন্যরকম লুক; জঙ্গল সাফারিতে মোদী, দেখুন ছবিতে
চেনা পেশাকে নয়। মেকওভার প্রধানমন্ত্রীর মোদীর। খাকি ট্রাউজার্স ও জংলা পোশাক পরে জঙ্গল সাফারিতে মোদী। হাতে ঝোলান হাফ স্লিভ জ্যাকেট, মাথায় কাউবয় হ্যাট। এভাবেই তিনি গেলেন তামিলনাডু মুধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্ট ও কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্ট।
কর্ণাটক ও তামিলনাড়ুর ওই টাইগার রিজার্ভ ফরেস্টের ৫০ বছর পূর্ণ হল। দেখা যাচ্ছে সেথানে বাঘের সংখ্যা বেড়েছে ২০০ টি।
প্রধানমন্ত্রী এদিন কর্ণাটকের বান্দিপুর ও তামিলনাডুর মুধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মোদী।
মুধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টেই রয়েছে থেপ্পাকাডু হাতি শিবির। সেখানেই অস্কার বিজয়ী ছবি দ্যা এলিফ্যান্ট হুইসপারের হাতিটির শুঁড়ে হাত বুলিয়ে দেন মোদী। তাকে নিজের হাতে খাইয়ে দেন।
অস্কার অ্য়াওয়ার্ড উইনিং ডকুমেন্টারি দ্যা এলিফ্য়ান্ট হুইসপার-র স্চার ও ছবি প্রধান চরিত্র হাতিটির দত্তক বাবা ও মা বোম্মান ও বেলির সঙ্গে সাক্ষাত করেন।
বান্দিপুর ও মধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টের প্রেজেক্ট টাইগার চালু হয় ১৯৭৩ সালে। এটির আয়তন ৮৮০ বর্গ কিলোমিটার।
সাফারিতে গিয়ে তাঁর ক্যানন ক্যামরায় বিভিন্ন জায়গায় ছবি নিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।