বিশ্বের সবচেয়ে লম্বা অটল টানেলের উদ্বোধন, দেশকে সমর্পণ করলেন প্রধানমন্ত্রী
১০ হাজার ফিট উচ্চতায় অবস্থিত অটল টানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
বিশ্বের সবচেয়ে লম্বা অটল টানেল উদ্বোধনের পর দেশকে সমর্পণ করলেন প্রধানমন্ত্রী। ৯.২ কিমি লম্বা এই টানেল বানাতে সময় লেগেছে প্রায় দশ বছর।
রোহতাং-এ এই টানেল বানানোর ফলে সেনাবাহিনীর লেহ-লাদাখ পৌঁছতে সুবিধা হবে। লেহ-মানালি হাইওয়েতে অবস্থিত এই টানেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে।
এই টানেলের জন্য লেহ থেকে মানালির দূরত্ব ৪৬ কিমি কম হয়ে গেল। হিমালয়ের পীর পঞ্জল রেঞ্জ-এ রোহতাং পাসের নিচে লেহ-মানালি হাইওয়েতে এই টানেল অবস্থিত।
মানালি থেকে লেহ পৌঁছতে এখন প্রায় চার ঘণ্টা কম সময় লাগবে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই টানেলের জন্য মানালি ও লেহর মধ্যে সারা বছর যোগাযোগ ব্যবস্থা অব্যাহত থাকবে।