সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্বোচ্চ সম্মান, উন্মোচিত হল ‘স্ট্যাচু অব ইউনিটি’
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩ তম জন্মদিনে গুজরাতের কেওড়িয়াতে ‘স্ট্যাচু অব ইউনিটি’-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। এটিই বিশ্বের সবথেকে উচু মূর্তি।
সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তির উচ্চতা ১৮২ মিটার। যা তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা।
প্রসঙ্গত, বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসের আগেই ২০১৩ সালের ৩১ অক্টোবর ‘স্ট্যাচু অব ইউনিটি’ নির্মাণের শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
আজ কেওড়িয়াতে সেই বিশাল মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই এই অনুষ্ঠানে ছিলেন গুজরাতের বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমিত শাহ।
সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তির নকশা তৈরি করেছেন পদ্মভূষণে সম্মানিত শিল্পী রাম ভি সুতার।
৩৩ মাস দিনরাতের প্রচেষ্টায় ২৫০ জন ইঞ্জিনিয়ার এবং ৩ হাজার ৪০০ জন শ্রমিক মিলে এই মূর্তি তৈরি করেছেন।
ধুতি এবং শাল পরিহিত লৌহ মানবের মূর্তিতে আজ পুষ্পবৃষ্টি করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে বায়ুসেনা। এরপর লেজার শো-র মাধ্যমে সেই মূর্তিতে মাল্যদানও সম্পন্ন করা হয়েছে।
ছবি- টুইটার
ছবি- টুইটার