হেঁটে কেদারনাথে মোদী, শূন্য ডিগ্রি ঠান্ডায় খালি পায়ে দাঁড়িয়ে প্রার্থনা
দীপাবলিতে কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বারের জন্য কেদারনাথ গেলেন নরেন্দ্র মোদী।
পায়ে হেঁটে কেদারনাথ মন্দিরে পৌঁছন মোদী।
৫ হাজার প্রদীপে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে।
মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেন মোদী।
শূন্য ডিগ্রি তাপমাত্রায় খালি পায়ে দাঁড়িয়ে প্রার্থনা করেন তিনি।
এদিন কেদারনাথে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করেন নরেন্দ্র মোদী।
কেদারনাথের স্থানীয়দের সঙ্গে কথা বলেন মোদী।
নির্মীয়মান কেদারপুরী প্রকল্প ঘুরে দেখেন তিনি।
এদিন ঘণ্টাখানেক কেদারনাথে ছিলেন মোদী। কেদারনাথে পৌঁছনোর আগে এদিন সকালে হর্ষিল সীমান্তে আইটিবিপি জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী।