প্রকাশিত হল ১০০ টাকার কয়েন, বাজপেয়ীকে স্মরণ মোদীর

Mon, 24 Dec 2018-1:23 pm,

বাজারে এল ১০০ টাকার কয়েন। সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে কয়েনটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর স্মরণে প্রকাশ করা হয়েছে এই মুদ্রা। বলে রাখি, ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর ৯৪তম জন্মদিন। 

নতুন এই মুদ্রার একদিকে রয়েছে অশোক স্তম্ভের প্রতিরূপ ও ইংরাজিতে ১০০ লেখা। পরিধির দিকে হিন্দিতে 'ভারত' ও ইংরাজিতে 'ইন্ডিয়া' লেখা। 

অন্য দিকে রয়েছে অটল বিহারী বাজপেয়ীর ছবি। পরিধিরি দিকে দু'পাশে ইংরাজি ও হিন্দিতে লেখা রয়েছে তাঁর নাম। পরিধির নীচের দিকে লেখা রয়েছে তাঁর জীবনকাল (১৯২৪ - ২০১৮)।

এদিন মুদ্রাটি প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'এখনো বিশ্বাস হয় না বাজপেয়ীজি আমাদের মধ্যে নেই। তাঁর মতো সর্বজনগৃহীত নেতা এখন পাওয়া মুশকিল।'

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমিত শাহ ও বাজপেয়ীর অন্যতম সহযোদ্ধা লালকৃষ্ণ আদবাণী। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link