বালাকোট হামলায় উভয়সঙ্কটে পাকিস্তান, ‘আমিও চৌকিদার মঞ্চে’ বললেন মোদী

Sun, 31 Mar 2019-7:46 pm,

চৌকিদার একটা ভাবনা। দেশের বিভিন্ন ক্ষেত্রের কাজের মানুষই চৌকিদার। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, শ্রমিক প্রত্যেকই এক একজন দায়িত্বশীল চৌকিদার।

মহাত্মা গান্ধীর ভাবনা এবং আদর্শ থেকেই এই চৌকিদার শব্দটি আমরা নিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর।

বিগত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদে ভুগছি আমরা। কিন্তু তার কোনও সমাধান হয়নি। আমি ভাবতাম, কবে খতম হবে সন্ত্রাসবাদ। পরে সিদ্ধান্ত নিই, যেখান থেকে সন্ত্রাসবাদের উত্পন্ন, সেখানে আঘাত হানতে হবে।

বালাকোটে হামলার পর পাকিস্তান উভয়সঙ্কটে পড়েছে। জঙ্গি কার্যকলাপ স্বীকার করবে কি করবে না দ্বন্দ্বে ভুগছে পাকিস্তান।

পাকিস্তানকে কটাক্ষ করে মোদী বলেন, আমাদের বিশ্বের সঙ্গে টক্কর দিতে হবে। দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান, ভারত-পাকিস্তান করে সময় নষ্ট হয়েছে। যারা এ নিয়ে থাকতে চায় থাকুক, কিন্তু ভারতকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আবহাওয়া বুঝে মিথ্যে বলে কংগ্রেস। যখন দিল্লিতে নির্বাচন চলছিল, তখন গির্জায় হামলা নিয়ে গুজব ছড়ায় কংগ্রেস। যেই নির্বাচন শেষ তাদের মিথ্যে কথা বলাও শেষ।

দেশের ভবিষ্যত নির্ধারণে প্রত্যেক নাগরিকের কথা বলার অধিকার আছে।

জনগণ বোঝে, একটি পরিবারের ৪ প্রজন্ম বারবার একই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link