এশিয়ার সব থেকে বড় সৌরবিদ্যুত্ উত্পাদন কেন্দ্র ভারতে, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এশিয়ার সব থেকে বড় সৌরবিদ্যুত্ উত্পাদন কেন্দ্র এবার ভারতে। আজ মধ্যপ্রদেশে সেই সৌরবিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের উত্পাদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এই সৌরবিদ্যুত উত্পাদন কেন্দ্র তৈরি হয়েছে। জানা যাচ্ছে এই প্ল্যান্ট-এর জন্য প্রতি বছর ১৫ হাজার টন কার্বন ডাই অক্সাইড বাতাসে কম মিশবে।
১৫৯০ একর জমির উপর এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। আজ ভিডিয়ো কনফারেন্স-এর মাধ্যমে এই প্ল্যান্ট উদ্বোধনের অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
২৫০ মেগাওয়াট করে তিনটি বিদ্যু্ত্ উত্পাদন কেন্দ্র রয়েছে এই প্ল্যান্ট-এ। এটি তৈরি করতে খরচ হয়েছে ১৫৮ কোটি টাকা।
এই প্ল্যান্ট থেকে ২৪ শতাংশ বিদ্যুত সরবরাহ করা হবে দিল্লি মেট্রো রেল কর্পোরেসনকে। বাকি ৭৬ শতাংশ বিদ্যুত সরবরাহ করা হবে মধ্যপ্রদেশের বিভিন্ন সংস্থাকে। তবে ভবিষ্যতে এই কেন্দ্রের উত্পাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।