ছবি: ত্রিভূজ আকারে নতুন সংসদ ভবন, ১০ ডিসেম্বর ভূমিপূজন মোদীর

Sat, 05 Dec 2020-8:29 pm,

নিজস্ব প্রতিবেদন: নতুন সংসদ ভবনের শিলান্যাস করতে চলেছেন নরেন্দ্র মোদী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, ১০ ডিসেম্বর ভূমিপূজন করবেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছরে চালু হবে নতুন ভবনটি।  

ওম বিড়লা জানান, ৬৪,৫০০ বর্গমিটারের ভবন নির্মাণে খরচ পড়বে ৯৭১ কোটি টাকা। বরাত পেয়েছে টাটা প্রজেক্ট লিমিটেড।   

 

নতুন ভবনটি ত্রিভূজ আকারের। নকশা করেছে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। সাংসদদের জন্য লাউঞ্জ, বিভিন্ন কমিটির ঘর, বড় ডাউনিং এলাকা ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

নতুন ভবনে লোকসভায় বসার আসন ৮৮৮টি। রাজ্যসভায় বসতে পারবেন ৩২৬ জন। লোকসভা হলে থাকতে পারবেন ১২২৪ জন সদস্য। 

ভূমিকম্পেও ক্ষতি হবে না নতুন সংসদ ভবনের। নির্মাণকাজে সরাসরি কাজ করবেন প্রায় ২০০০ শ্রমিক ও আধিকারিক। এছাড়াও পরোক্ষভাবে যুক্ত থাকবেন ৯০০০ লোক। ৭৫ তম স্বাধীনতা থেকে শুরু হয়ে যাবে নতুন ভবন।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link