বছরে ৪০ দিন বিদেশে থাকা Pm Modi-র 2020 কেটেছে দেশেই, দু্দিন অন্তর ছিলেন টিভির পর্দায়

Thu, 24 Dec 2020-5:10 pm,

২০১৫-তে ৫৭ দিন। ২০১৮-তে ৪৭ দিন। ২০১৯-এ ৩৫ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বাইরে ছিলেন। কিন্তু ২০২০-র গোটা বছরটাই তিনি কাটালেন দেশে।

প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পরই প্রতি বছরই বিদেশ সফরে গিয়েছেন মোদী। তবে এবার করোনা পরিস্থিতিতে তিনি একবারও বিদেশ সফর করেননি। এখনও পর্যন্ত ৫৯ বার বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছেন ১০৬টি দেশে।

১০৬টির মধ্যে এমন কিছু দেশও রয়েছে যেখানে নরেন্দ্র মোদী দুবার গিয়েছেন। তবে চলতি বছর নরেন্দ্র মোদীর মতো অনেক দেশের প্রধানমন্ত্রীকেই বিদেশ সফর বাতিল করতে হয়েছে।

২০২০-র প্রথমদিকে বেলজিয়াম যাওয়ার কথা ছিল মোদীর। তার পর মার্চে বাংলাদেশ। বছর শেষে BRICS-এ যোগ দিতে ব্রাজিল যাওয়ার কথা ছিল তাঁর। তবে সব সফরই বাতিল হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের জন্য এখনও পর্যন্ত ২১৫৬ কোটি টাকা খরচ হয়েছে। গত বছর নভেম্বরে শেষবার বিদেশ সফরে গিয়েছিলেন মোদী। 

 

চলতি বছরে মোদীকে টিভির পর্দায় দেখা গিয়েছে ২২৬ দিন। অর্থাত্ প্রতি দুদিন অন্তর প্রধানমন্ত্রীকে টিভির পর্দায় দেখা গিয়েছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link