নমোর Weibo অ্যাকাউন্ট থেকে উধাও পোস্ট-ছবি, নেই প্রোফাইল পিকচারও
সোমবার টিকটক, ইউসি ব্রাউজার, হ্যালো-সহ ৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র। তার পরেই বুধবার চিনা অ্যাপ উইবো-য় প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে গেল সবকিছু।
২০১৫ সালে খোলা প্রধানমন্ত্রীর ওই উইবো(Weibo)অ্যাকাউন্টে ফলোয়ার ছিল ২.৪৪ লাখ।
বুধবার দেখা যায় মোদীর উইবো অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে তাঁর প্রোফাইল পিকচার, ১১৫টি পোস্ট, ছবি, কমেন্ট।
চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং অ্যাপ Weibo থেকে কোনও ভিইআইপি পোস্ট মুছে ফেলা সহজ নয়। যতক্ষণ না তা ম্যানুয়ালি মোছা হয়।
ওই অ্যাপটি থেকে ম্যান্ডারিনে পোস্ট করতেন মোদী। ফলে তা চিনে বেশ জনপ্রিয় হয়েছিল। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে ২ পোস্ট রয়েছে। ওই দুটি পোস্টে মোদীর সঙ্গে রয়েছেন চিনা প্রেসিডেন্ট। চিনা কোম্পানি সহজে প্রেসিডেন্টের ছবি মুছে ফেলে না।