অতিসাধারণ থেকে অসাধারণ, জন্মদিনে পুরনো ছবিতে দেখুন নমোর উত্থান

Thu, 17 Sep 2020-4:41 pm,

নিজস্ব প্রতিবেদন: আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন। গুজরাটের ছোট্ট শহর থেকে দেশের প্রধানমন্ত্রী- এ যেন অতিসাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনি, যা হার মানায় সেলুলয়েডের চিত্রনাট্যকেও। গুজরাটের মেহসানা জেলার বডনগর গ্রামে জন্মেছিলেন মোদী। বাবা দামোদারদাস মোদী, মা হীরাবেন। 

১৯৬৭ সালের ৩ জুন ঘর ছেড়ে সন্ন্যাসী হওয়ার জন্য বেরিয়েছিলেন নরেন্দ্র মোদী। ঘুরেছেন হিমালয়, ঋষিকেশে। এমনকি গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনেও।

১৯৭২ সালের ৩ অক্টোবর আরএসএসে সামিল হন প্রধানমন্ত্রী। ১৯৭৩ সালে সভার আয়োজনের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।  

১৯৭৮ সালের ৩ জুন মোদী হন বিভাগ প্রচারক। তাঁকে বডোডরার দায়িত্ব দেওয়া হয়। 

১৯৮০ সালে পুর নির্বাচনে বিজেপিকে জেতান নরেন্দ্র মোদী। 

১৯৯১ সালে একতা যাত্রা।

১৯৯৫ সালে ১২১টি আসন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তখন রাজ্যের সংগঠনে সম্পাদক ছিলেন নরেন্দ্র মোদী। 

১৯৯৮ সালের ৫ জানুয়ারি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হন মোদী। 

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় মোদীকে। তারপর থেকে টানা ২০১৪ সাল পর্যন্ত ছিলেন মুখ্যমন্ত্রী। 

২০১৪ সালে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র দামোদারদাস মোদী।  

২০১৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। একাই ৩০০-র বেশি আসন পায় বিজেপি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link