`ফণি`র মোকাবিলায় কী ব্যবস্থা? ভোট প্রচারের মাঝে খতিয়ে দেখলেন মোদী
নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় 'ফণি' আছড়ে পড়ার আগে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী। ফণির মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ছিলেন মন্ত্রিসভার সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং আবহাওয়া দফতর, বিপর্যয় মোকাবিলা দফতরে আধিকারিকরা।
ওডিশায় সমু্দ্রে যেতে বারণ করা হয়েছে পর্যটকদের। মাইক নিয়ে চলছে প্রচার। একইসঙ্গে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের।
শুক্রবারই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ফণি। তারপরই উপকূল এলাকায় শুরু হয়ে যাবে তাণ্ডব। প্রমাদ গুনছে সৈকত শহর। দিঘা থেকে এখনও ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফণি।
ইতিমধ্যে আর্থিক সহায়তার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অন্ধ্রপ্রদেশ, ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের জন্য মঞ্জুর করা হয়েছে ১০৮৬ কোটি টাকা।