আনলকের পর যাঁরা নিয়ম মানছেন না, তাঁদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদী
আনলকের পর থেকেই বাড়ছে অসতর্কতা। এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই এই নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
এদিন আনলকের পর করোনা সংক্রান্ত সাবধানতা ঠিকভাবে মানা হচ্ছে না বলে আক্ষেপ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। মাস্ক, দুই গজ দূরত্ব বজায় রাখার গুরুত্ব আরও একবার মনে করিয়ে দেন তিনি।
প্রত্যেককে পরস্পরকে সামাজিক দূরত্ব, মাস্ক, স্বাস্থ্যবিধি বজায় রাখার কথা মনে করিয়ে দেওয়ার কথা বলেন তিনি। তিনি বলেন, "এটা ১৩০ কোটি ভারতীয় সুরক্ষার প্রশ্ন"।
প্রধানমন্ত্রী জানান, লকডাউন চলাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচেষ্টা করার বিষয়ে যে সচেতনতা ছিল এখন তাতে বেশ ঢিলেমি হচ্ছে।
বিশেষত কন্টেনমেন্ট জোনে অতিরিক্ত সচেতনতা বৃদ্ধির কথা বলেন মোদী। তিনি বলেন, "নিয়ম মানছেন না যাঁরা, তাঁদের আরও সাবধান করে দিতে হবে।"