Narendra Modi: `দেশ গঠনে` দলীয় কর্মীদের কাছে অনুদান চাইলেন নমো, নিজে দিলেন কত?

Sun, 03 Mar 2024-9:21 pm,

লোকসভা ভোট প্রায় দুয়ারে কড়া নাড়ছে। শনিবারই ১৯৫ আসনে দলের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। দল যেভাবে প্রচার করে তাতে বিপুল ফান্ডের প্রয়োজন হয় বিজেপির। খরচের দৌড়েও এগিয়ে বিজেপি। তাই দলের কর্মী সমর্থকদের দলের ফান্ডে অনুদান দিতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদী।

 

রবিবার দলের তহবিলে ২০০ হাজার টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সবাইকে দলের তহবিলে অনুদান দিতে আহ্বন জানালেন।

 

সেই অনুদানের কথা ট্যুইটারে পোস্ট করে জানালেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, নমো অ্যাপের মাধ্যমে 'দেশ গঠনে দান করুন'।

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, বিকশিত ভারত গঠনের উদ্দেশ্যে দান করতে পেরে আমি খুশি। সবাইকে আহ্বান জানাচ্ছি দেশ গঠনে জন্য নমো অ্যাপের মাধ্যমে টাকা জমা করুন।

ভোটের জন্য দলীয় কর্মী-সমর্থকদের অনুদানে উত্সাহ দেওয়ার কাজটি গত ১ মার্চ শুরু করেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেইদিন তিনি দলের তহবিলে ১০০০ টাকা অনুদান দেন। নাড্ডা বলেন, বাইকে বলব প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য পূরণে সবাই এগিয়ে আসুন।

 

উল্লেখ্য গত ২০২২-২৩ সালে বিজেপি ভোটের জন্য ৭১৯ কোটি টাকা তুলতে পেরেছিল। ২০২১-২২ সালে ওই অনুদানের পরিমাণ ছিল ৬১৪ কোটি টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link