লাদাখে উত্তেজনার মধ্যেও চিনের ৫০ শতাংশ মানুষ পছন্দ করেন মোদীকে, বলছে গ্লোবাল টাইমসের সমীক্ষা
লাদাখ নিয়ে চিন-ভারত উত্তেজনার মধ্যে ভারতে তো বটেই, চিনেও জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদী। স্বীকার করে নিল চিন।
চিনা সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস-এর সমীক্ষা অনুযায়ী দেশের ৫০ শতাংশ মানুষের মধ্যে প্রবল জনপ্রিয় মোদী। ওই ৫০ শতাংশ মানুষ ভারতে মোদী সরকারকে খুবই পছন্দই করেন।
সমীক্ষা অনুযায়ী চিনের ৩০ শতাংশ মানুষ মনে করেন লাদাখ নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের যত অবণতিই হোক না কেন তা ফের ঠিক হয়ে যাবে।
সমীক্ষায় আরও উঠে এসেছে চিনের ৭০ শতাংশ মানুষ মনে করেন ভারতে চিন বিরোধী মনোভাব বর্তমানে খুবই তীব্র।
সমীক্ষায় ৯ শতাংশ মানুষের অভিমত ভারত-চিন সম্পর্কের উন্নতি হলেও তা হবে ক্ষণস্থায়ী। ২৫ শতাংশ মানুষের অভিমত চিন-ভারত সম্পর্কে ভালো হবে এবাং তা দীর্ঘস্থায়ী হবে।