ভূমি পুজোর মাধ্যমে নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন মোদী
ইন্ডিয়া গেটের কাছে নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আবহে অন্যান্য অনুষ্ঠানের মতো নয়, নিজে এসে ভূমি পুজোর মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন বেশ কয়েকজন ধর্মীয় নেতাও। এছাড়াও ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা ও কেন্দ্রের একাধিক দফতরের মন্ত্রী।
## স্বাধীনতার ৭৫ বছর পর নতুন সংসদ ভবনের নির্মাণ হচ্ছে। এটি তৈরি করছে টাটা গ্রুপ।
## নতুন ভবনে লোকসভার আয়তন হবে এর বর্তমান আয়তনের ৩ গুণ। অন্যদিকে রাজ্যসভার আয়তনও হবে অনেকটাই বেশি।
## ভবনের অন্দরসজ্জায় রাখা হবে মিশ্র ভারতীয় সংস্কৃতির ছাপ। থাকবে সাংবিধানিক গ্যালারি। ওই গ্যালারি দেখতে পারবেন সাধারণ মানুষ।
## ইকো ফ্রেন্ডলি হিসেবে গড়ে তোলা হবে গোটা ভবনটি। ভেতরে অডিয়ো-ভিজুয়াল সিস্টেম হবে আন্তর্জাতিক মানের।
## গোটা ভবনটি ভূমিকম্প প্রতিরোধক।
## ভবনটি তৈরি করতে খরচ হবে ৯৭১ কোটি টাকা।
## ভবনে থাকবে ৬টি প্রবেশদ্বার। একটি হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য, অন্যগুলি হবে লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, সাংসদ ও সাধারণ দর্শকদের জন্য।
## গোটা ভবনটি হবে ৪ তলা।
## লোকসভায় থাকবে ৮৮৮ আসন। মোট আয়তন হবে ১,১৪৫ বর্গ মিটার।