Modi Youtube Channel: ফের `বিশ্বগুরু` প্রধানমন্ত্রী মোদী, এবার ইউটিউবে

Tue, 26 Dec 2023-5:46 pm,

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনও ইস্যুতে এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে তিনি সমান সরব। এবার ইউটিউবে প্রধানমন্ত্রী মোদীর সাবস্ক্রাইবারের সংখ্যা ছুঁয়ে ফেলল ২ কোটি।

দুনিয়ার অন্যান্য প্রভাবশালী মানুষদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন মোদী।  তাঁর অনেক পেছনে রয়েছে জো বাইডেন, জেলেনেস্কি বা এরদোগানের মতো নেতা। ফলে বোঝাই যাচ্ছে কী গতিতে বাড়ছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা।

প্রধানমন্ত্রীর চ্যানেলে রাজনীতি ছাড়া আরও অনেক কিছুরই প্রতিফলন দেখা যায়। তাঁর ওইসব ভিডিয়োর সাবস্ক্রাইবার শুধু নয়, ভিডিয়োর ভিউয়ারের ধারেকাছে নেই বিশ্বের অন্য়ান্য নেতারা। করোনার সময়ে গোটা ভারত তো বটেই বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন সরবারহ করে গোটা দুনিয়ায় নাম কুড়িয়েছিলন। অনেক তাঁকে বিশ্বগুরু বলা শুরু করেছিলেন। এবার ইউটিউবে বিরাট ব্যবধানে অন্য অনেক রাজনীতিবিদদের পেছনে ফেলে দিলেন।

সোমবার তাঁর ভিডিয়ো ভিউয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ কোটিতে। মোট ভিডিয়োর সংখ্যা ২৩,০০০। তাঁর কাছে নেই দুনিয়ার অনেক সেলিব্রিটিও।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথম প্রধানমন্ত্রী মোদীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায়। সেবারই তিনি বিশ্বের অন্যান্য নেতাদের পেছনে ফেলে দেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link