Central Vista, PM Modi: দিল্লিতে নির্মীয়মাণ সংসদ ভবন পরিদর্শনে মোদী

Mon, 24 Apr 2023-6:06 pm,

জ্যোর্তিময় কর্মকার: আগাম কোনও খবর ছিল না। হঠাৎ-ই দিল্লিতে নির্মীয়মাণ সংসদ ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী। প্রায় এক ঘণ্টা ধরে লোকসভা ও রাজ্যসভা কক্ষের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখলেন মোদী। কথা বললেন নির্মাণকর্মীদের সঙ্গেও।

ভেঙে ফেলা হচ্ছে বহু পুরনো বহুতলও! মোদী জমানায় দিল্লিতে তৈরি হচ্ছে নয়া সাংসদ ভবন।

রাজধানীতে ৩.২ কিমি এলাকা জুড়ে চলছে নয়া সাংসদ ভবন তৈরি কাজ। সবমিলিয়ে খরচ ২০ হাজার কোটি টাকা। 

প্রকল্পের নাম, সেন্ট্রাল ভিস্তা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি এই প্রকল্পের ভূমিপুজো করেছিলেন প্রধানমন্ত্রী। কাজ শেষ হওয়ার কথা ২১ মাসের মধ্যে।

তখনও করোনার গ্রাসে ভারত। বিপুল টাকা খরচ কেন সংসদ ভবন নির্মাণ? প্রশ্ন তুলেছিল বিরোধীরা। এমনকী, জনস্বার্থ মামলা দায়ের করেছিল দিল্লি হাইকোর্ট।

বিরোধীদের অভিযোগে আমল দেয়নি আদালত। রায়ে জানানো হয়, 'সেন্টাল ভিস্তার (Central Vista) নির্মাণ একান্ত প্রয়োজনীয়। এর বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা হয়েছিল তা উদ্দেশ্যপ্রণোদিত ও যথাযথ নয়।'

 কাজ চলছে জোরকদমে। এদিন সন্ধ্যায় নির্মীয়মাণ সংসদ ভবনে সারপ্রাইজ ভিজিট করেন প্রধানমন্ত্রী। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link