৩ অক্টোবর বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গপথ অটল টানেলের উদ্বোধন করবেন মোদী
নিজস্ব প্রতিবেদন: সময় ধরা হয়েছিল ৬ বছর। তবে শেষ হতে হতে লাগল ১০ বছর। পুজোর আগেই খুলে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গপথ- অটল টানেল। ৩ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সুড়ঙ্গপথটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন।
শীতে বরফ পড়ায় ৬ মাস বন্ধ থাকে মানালি থেকে লেহ সড়কপথ। এবার সারাবছরই সংযোগরক্ষা সম্ভব হবে। তৈরি হয়ে গিয়েছে ৯.২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথ। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে তৈরি হয়েছে টানেল। দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। এটাই বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গপথ।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, ৩ অক্টোবর হিমাচলপ্রদেশ যাবেন প্রধানমন্ত্রী। টানেল উদ্বোধনের পর ফিরে আসবেন দিল্লিতে। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
অটল টানেল দিয়ে প্রতিদিন যেতে পারে ৩০০০ গাড়ি ও ১৫০০ ট্রাক। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। মানালি থেকে লেহ যাত্রার সময় বাঁচবে ৪ থেকে ৫ ঘণ্টা।