বিহার নির্বাচনে লড়বেন নকল `নরেন্দ্র মোদী`! দাঁড়াবেন হাথুয়া থেকে!
অবিকল যেন নরেন্দ্র মোদী! আর সেই জন্য গোটা দেশের মানুষ এখন তাঁকে চেনে। সেই অভিনন্দন পাঠক বিহার নির্বাচনে লড়বেন।
জানা গিয়েছে, বিহারের হাথুয়া থেকে নির্বাচনে লড়বেন তিনি। বঞ্চিত সমাজ পার্টির হয়ে দাঁড়াবেন নরেন্দ্র মোদীর মতো দেখতে অভিনন্দন।
অভিনন্দন পাঠক জানিয়েছেন, হাথুয়া একটি পিছিয়ে থাকা এলাকা। সেখানে বহু বছর ধরে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। তাই নির্বাচনে জিতলে তিনি হাথুয়ায় ঢালাও উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
অভিনন্দনের বাড়ি উত্তরপ্রদেশের সাহারানপুরে। তবে এখন তিনি বিহারের গোপালগঞ্জে থাকেন। তিনি এদিন বলেছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে দেশবাসীকে দেোয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাই তিনি দুঃস্থ মানুষদের সাহায্য করার জন্য এবার রাজনীতিতে নেমেছেন।
অভিনন্দন পাঠকের লড়াই অবশ্য সহজ হবে না। কারণ, হাথুয়ায় তাঁকে লড়তে হবে মন্ত্রী রামসেবক সিংয়ের বিরুদ্ধে।ওই এলাকায় নীতিশ কুমারের সরকারের সমাজকল্যাণ দফতরের এই মন্ত্রীর বেশ দাপট রয়েছে।