Kolkata Police: লাফিয়ে বাড়ছে রোদের তেজ, কর্মীদের ছাতা-জল বিলি কলকাতা পুলিসের
অয়ন ঘোষাল: কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এরপরই আজ অর্থাৎ সোমবার রাস্তায় ডিউটি করা পুলিস কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিস।
পার্ক সার্কাস, শ্যামবাজার, বউবাজার-সহ শহরের গুরুত্বপূর্ণ ৬-৭টি জায়গায় কর্তব্যরত পুলিস কর্মীদের হাতে ORS, জলের বোতল, ছাতা, সানগ্লাস তুলে দিচ্ছেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল।
বাতাসে আগুনের হলকা। চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, দাপুটে গরমের এ হল নজিরবিহীন স্পেল। গত পাঁচ বছরে একটানা এত বেশি গরম পড়েনি এপ্রিলের শুরুতে।
বৈশাখের শুরুতেই বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই বা তিন ডিগ্রি বেশি।
এখনও জৈষ্ঠ্য বাকি, তখন তাহলে কী হবে। মাথায় হাত সকলেরই।
পুলিস কর্মীদের হাতে ORS, জলের বোতল, ছাতা, সানগ্লাস তুলে দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।