পুলিস-আইনজীবী খণ্ডযুদ্ধে রণক্ষেত্র দিল্লির তিস হাজারি আদালত চত্বর; পুড়ল পুলিসের জিপ, আহত অনেকে
পুলিস-আইনজীবী খণ্ডযুদ্ধে তোলপাড় দিল্লির তিস হাজারি আদালত চত্বর। শোনা গেল গুলির শব্দও।
সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন আইনজীবী। তাঁদের ভর্তি করা হয়েছে দিল্লির সেন্ট স্টিফেন্স হাসপাতালে।
গোলমালে মধ্যে জ্বালিয়ে দেওয়া হয় পুলিস-সহ কয়েকটি গাড়ি। ধোঁয়ার ভরে যায় চারদিক।
আইনজীবীদের অভিযোগ তাদের ওপরে লাঠিচার্জ করেছে পুলিস। তিস হাজারি বার অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারারা জয় বিসওয়াল সংবাদমাধ্যমে জানিয়েছেন, এক আইজীবীর গাড়িকে ধাক্কা মারে পুলিসের গাড়ি। ওই আইনজীবী এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।
বিজওয়াল আরও জানিয়েছেন, গোলমালের খবর পেয়ে আমরা বিষয়টি হাইকোর্টকে জানাই। ৬ বিচারক-সহ একটি টিমকেও সেখানে পাঠানো হয়। কিন্তু তাদের আদালতের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারা যখন ফিরে আসছেন তখনই পুলিস গুলি চালায় পুলিস।