রাজারহাটে ফের অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার বন্দুক তৈরির ছাঁচ
রাজারহাটে ফের অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ শাখা। ছোট গাতি এলাকায় কয়েকবছর ধরে চলছিল কারখানাটি।
বন্দুক তৈরির জন্য রয়েছে সব রকম মেশিন। পুলিশ সূত্রের খবর, দু’তিন আগে রাজারহাট এলাকা থেকে ধৃত মুন্নাকে জিজ্ঞাসাবাদ করার পর ছোটগাতির কারখানার কথা জানতে পারেন তদন্তকারীরা।
চারটি ঘর ভাড়া নিয়ে চলছিল কারখানা। মাসে ছ’হাজার টাকা ভাড়া দিতে হত। দুটি ঘরে চলত অস্ত্র তৈরির কাজ। বাকি দুটি ঘরে থাকা এবং রান্না।
বাড়ির মালিক সাকিনা বিবির দাবি, ‘’আমাদের বলত গাড়ির পার্টস তৈরি হয়। বাইরে থেকে লোক আসত। রান্নার কাজ করতেন এলাকার এক মহিলা।’’
ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বন্দুক পাওয়া গিয়েছে। মিলেছে বন্দুক তৈরির ছাঁচ, লেদ মেশিন, মিলিং, ড্রিলিং এবং ফার্নিশ মেশিন।