চলছে মেয়র পদের নির্বাচন ভোটগ্রহণ, ভোট দিতে ছোটো লালবাড়িতে শোভন!
আর কিছুক্ষণের অপেক্ষা। তা প্রায় একপ্রকার নিশ্চিত, তা ঘোষণার প্রহর গুনছে লালবাড়ি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বেলা ১ টা থেকে শুরু হয়েছে কলকাতা পুরনিগমের মেয়র নির্বাচনের ভোটগ্রহণ।
ভোটগ্রহণ চলবে বেলা আড়াইটে পর্যন্ত। ৩ টেয় ফল ঘোষণা। লড়াই চলছে তৃণমূলের ফিরহাদ হাকিম বনাম বিজেপির মীনা পুরোহিত। সংখ্যাতত্ত্বের হিসাবে বলা ভালো- ১২১ বনাম ৫।
এরপর কলকাতা পুরসভার মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম। সোমবার সকাল থেকেই বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন ভাবী মেয়রের বাড়িতে।
তবে ভোট বয়কট করেছে বাম-কংগ্রেস।
কলকাতা পুরনিগম সংশোধনী বিলের ক্রুটি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে বামেরা।
সেই মামলা এখন হাইকোর্টে বিচারাধীন। তবে মেয়র নির্বাচনের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। এই মামলার আগামী শুনানি ১৭ ডিসেম্বর।
এদিকে, মেয়র নির্বাচনের আগের দিনই শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন ভাবী মেয়র ফিরহাদ হাকিম। নির্বাচনের সময় তাঁকে আসার জন্য অনুরোধ করেছিলেন ববি। ‘বড়দা’র কথা ফেলতে পারেননি শোভনও। নির্বাচনের প্রায় দেড় ঘণ্টা পর শোভন চট্টোপাধ্যায়কে ছোটো লালবাড়িতে ঢুকতে দেখা যায়।