পালটে গেল সবকিছু! জনপ্রিয় অভিনেত্রী Pooja Gor এর কী হল দেখুন
চলতি বছরে অনেক কিছু পালটে গিয়েছে। সেই ধারা থেকে বাদ পড়ল না তাঁর জীবনও। এবার এমনই জানালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পূজা গর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ১৬ ডিসেম্বর একটি স্টেটাস শেয়ার করেন পূজা, যেখানে তাঁর কথা শুনে মন ভেঙে যায় তাঁর অনুরাগীদের
পূজা জানান, রাজ সিং অরোরার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। গত কয়েক মাস আগেই তাঁদের রাস্তা পৃথক হয়েছে। এ বিষয়ে তিনি এই মুহূর্তে কথা বলতে চান না। নিজেকে সামলে নিয়েই তবেই এ বিষয়ে কোনও মন্তব্য করবেন বলেও জানান পূজা
পূজা জানান, তাঁদের রাস্তা পৃথক করে নেওয়ার সিদ্ধান্ত বেশ কঠিন ছিল, তা সত্ত্বেও আলোচনার মাধ্যমে তা সেরেছেন। রাজ এবং তাঁর একে অপরের প্রতি শ্রদ্ধা সারা জীবন থাকবে বলেও জানান পূজা
এসবের পাশাপাশি পূজা আরও জানান, তাঁর জীবন পালটে দেওয়ার জন্য রাজের অবদান অনস্বীকার্য। তাই রাজ তাঁর জীবনে সারা জীবন এক অন্যরকম ভূমিকা নিয়েই থাকবেন বলেও জানান অভিনেত্রী
পাশাপাশি রাজের সঙ্গে বিচ্ছেদের পর এ বিষয়ে তাঁরা আর কথা বলতে চান না। দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে যাতে কাটাছেড়া না করা হয়, অনুরাগীদের কাছে সেই আবেদনও করেন পূজা গর