Poonam Pandey in Maha Kumbh 2025: মমতা কুলকার্নির পর এবার মহাকুম্ভে হাজির পুনম পাণ্ডে! সব ছেড়ে এবার সন্ন্যাস?
![মহাকুম্ভে পুনম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/27/517616-poonam1.png?im=FitAndFill=(500,286))
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ ২০২৫ , এবং অনেক বলিউড সেলিব্রিটি এবং রাজনীতিবিদ পবিত্র স্নান করতে প্রয়াগরাজে গিয়েছেন। সেই তালিকায় যোগ দিলেন পুনম পান্ডে।
![মহাকুম্ভে পুনম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/27/517615-poonam2.png?im=FitAndFill=(500,286))
সোমবার পুনম পান্ডে মহাকুম্ভে যান, তাঁকে বিমানবন্দরে দেখা যায়।
![মহাকুম্ভে পুনম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/27/517614-poonam3.png?im=FitAndFill=(500,286))
নেটপাড়ার মতে, মূলত ভুল কারণে খবরে থাকা এই অভিনেত্রী ধর্মীয় পথ অবলম্বন করছেন। সত্যিই কী তাই?
বিমানবন্দরে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "আমি মহাকুম্ভে যাচ্ছি; তোমাদের সকলের জন্য প্রসাদ আনব। আমার কি অন্য কিছু নেওয়া উচিত?"
সম্প্রতি নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দিয়ে ব্যাপক ট্রোল হন পুণম পাণ্ডে।
এবার তার কুম্ভযাত্রা দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া ঝড় তুলেছে নেটপাড়ায়।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, "পাপ ধুতে যাচ্ছে"।
অন্য একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, "কাপড়ে শরীর ঢেকে ডুব দেবেন প্লিজ"।