Pori Moni: জেলে গিয়ে যত নোংরা-নোংরা কাজ শিখেছি! কারণ ওরা সারাক্ষণ আমার...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণি। সারা বছরই প্রায় ব্যক্তিগত জীবন থেকে নানা দিক নিয়ে চর্চায় থাকেন তিনি। কখনো বিয়ে, কখনো ডিভোর্স, কখনো আবার সংবাদকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। একবার তো জেলের ঘানিও টেনেছেন এই নায়িকা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই জেলজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন পরী। ২০২১ সালের ৪ আগস্ট পরীর বাসায় অভিযান চালায় র্যাব। সেদিন এই নায়িকার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীকে গ্রেফতার করা হয়।
সেই মামলায় তাঁকে ২৬ দিন জেলে কাটাতে হয়। সেই দিনগুলোর স্মৃতি মনে করে মজার ছলেই পরীমণি জানিয়েছেন, জেলে গিয়ে প্রচুর গালিগালাজ শিখেছেন তিনি।
একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পরীর কাছে জানতে চাওয়া হয়, জেলজীবনে কী শিখেছেন তিনি? উত্তরে নায়িকা বলেন, 'আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? সব নেশাখোরদের সঙ্গে থাকতে হত। তাদের মুখ থেকে শুনে আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।'
পরী আরও বলেন, 'জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০বারের বেশি জেলে গিয়েছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।'
জেলে কিছু বন্দির সঙ্গে পরীর ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। নায়িকা বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরোলাম, তখন অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!'