ওলার মধ্যে পর্ন চালিয়ে হস্তমৈথুন!
গাড়ির মধ্যে পর্ন ভিডিও চালিয়ে আয়নায় তাঁকে দেখতে দেখতে হস্তমৈথুন করেছে ওলা চালক। এমনই অভিযোগ দায়ের করেছেন বছর বাইশের এক তরুণী।
বেঙ্গালুরুর কুবন পার্ক থানার পুলিস এই ঘটনায় যৌন হেনস্থার অভিযোগ গ্রহণ করেছে এবং অভিযুক্ত ওলা চালককে আটক করা হয়েছে। চালকের নাম- দেবাসামল্য।
অভিযোগকারিণী বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী।
তরুণীর জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকাল ৬:২৮ নাগাদ ইলাহাঙ্কা নিউ টাউন থেকে জেপি নগর যাওয়ার উদ্দেশে তিনি ওলা বুক করেন।
গাড়িতে ওঠার খানিকক্ষণের মধ্যেই ক্যুইন'স সার্কেলের কাছে পাঁছতেই অভিযোগকারিণী দেখেন, আয়নার মাধ্যমে ওলা চালক তাঁকে দেখছেন। এরপর তরুণী লক্ষ্য আরও করেন, চালকের বাম হাতে থাকা মোবাইল ফোনে পর্ন ভিডিও চলছে এবং সে হস্তমৈথুন করছে।
এই পরিস্থিতিতে তরুণী তত্ক্ষণাত্ গাড়ি থেকে নেমে যেতে চান। কিন্তু চালক বলে, গন্তব্য না পৌঁছে সে তরুণীকে গাড়ি থেকে নামতে দেবে না।
ঘটনাটির সম্পূর্ণ বিবরণ শুনে ওই তরুণীর পাশেই দাঁড়িয়েছে ওলা কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র জানান, "আমরা এই চালকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। যাত্রীর পক্ষেই রয়েছি আমরা এবং পুলিসকে এ ক্ষেত্রে সবরকম সাহায্য করতে প্রস্তুত"।