চাইলেই আর ডাউনলোড করা যাবে না পর্ন ভিডিও, কড়াকড়ি নিয়ম আনল সংস্থা
নিজস্ব প্রতিবেদন: পর্ন ভিডিও আপলোড ও ডাউনলোডের নিয়মে বড়সড় বদল। এখন চাইলেই আর পর্নহাব থেকে ভিডিও ডাউনলোড করা যাবে না। এমনকি এখন থেকে আর ইচ্ছে মতো পর্ন ভিডিও সাইটে আপলোড করাও যাবে না।
ঠিক কী কারণে এই নতুন নিয়ম?
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে একটি রিপোর্টে জানানো হয়েছে, অনুমতি ছাড়াই অনেক সময় নাবালিকাদের ভিডিও আপলোড করা হয়ে থাকে এই প্ল্যাটফর্মে। যা বন্ধ করতেই নিয়মে আনা হচ্ছে বড়সড় বদল।
একটি বিজ্ঞপ্তিতে পর্নহাবের তরফে জানানো হয়েছে, রেজিস্ট্রেশন না করা থাকলে কোনও ইউজার এখন থেকে এই সাইটে কোনও ভিডিও আপলোড করতে পারবে না। এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত সদস্য কিংবা এজেন্সিই এবার থেকে শুধু ভিডিও আপলোড করার সুযোগ পাবে।
একইসঙ্গে জানান হয়েছে ভিডিও ডাউনলোডও করা যাবে না। ডাউনলোড করার অপশন নিজে থেকে বন্ধ করে দেবে পর্নহাব।
গত বুধবার তিনটি নতুন নিয়মের কথা উল্লেখ করে টুইট করে এই সাইট। সেই তিন নিয়ম হল, ভেরিফায়েড ইউজার ছাড়া অন্য কেউ ভিডিও আপলোড করতে পারবে না। ডাউনলোডের কোনও অপশন থাকবে না। ভিডিওর বিষয়েও আরও নজর রাখা হবে। এর জন্য একটি আলাদা টিমও তৈরি করা হয়েছে।
২০২১ সালের শুরুতেই আরও কড়াকড়ি নিয়ম আনবে এই জনপ্রিয় সংস্থা PornHub.