মোবাইলের মতো এবার পোর্ট করা যাবে আপনার `লাকি` গাড়ির নাম্বারও!
মোবাইল নাম্বারের মতো এবার গাড়ির নাম্বারও পোর্ট করে একই রাখা যাবে।
বাতিল গাড়ির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। পরিবহন দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।
৭ জানুয়ারি থেকে শুরু হবে এই পোর্টাবিলিটি সিস্টেম।
দু-চাকার গাড়ির জন্য দিতে হবে ২৫০০ টাকা।
আর চারচাকার জন্য দিতে হবে ১০,০০০ টাকা।
পাশাপাশি বকেয়া করের জরিমানায় ৬০ শতাংশ ছাড় ঘোষণা করল পরিবহন দফতর।