প্রবল বৃষ্টি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুরুগ্রামের একটি উড়ালপুলের একাংশ, জখম ২
নিজস্ব প্রতিবেদন: ক’দিন ধরে প্রবল বর্ষণ। যার জেরে শনিবার রাতে ভেঙে পড়ল গুরুগ্রামে নির্মীয়মান উড়ালপুলের একাংশ। গুরুতর জখম হয়েছেন ২জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
গুরুগ্রামের ব্যস্ত রাস্তা সোহনা রোডের কাছে ৬ কিলোমিটার দীর্ঘ ওই উড়ালপুলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ব্যস্ত রাস্তার দরুন, ওই জায়গাকে ঘিরে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে গিয়েছেন, এনএইচএআই (ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়া), এসডিএম এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তারা। কী কারণে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছেন তাঁরা।
হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা টুইটে জানিয়েছেন, সোহনা রোডের উপর নির্মীয়মান উড়ালপুলের একটি অংশ ভেঙে পড়েছে। দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল খতিয়ে দেখছেন আধিকারিকরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ধরে টানা বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি গুরুগ্রাম-সহ গোটা দিল্লি। প্রবল বৃষ্টির জেরে এর আগে একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।