কাচের মতো বরফ ভাসছে ডাল লেকের জলে; প্রবল ঠাণ্ডায় জবুথবু গোটা কাশ্মীর, দেখুন ছবি
কনকনে ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর। শ্রীনগর সহ রাজ্যের অধিকাংশ জায়গায় তুষার পড়ছে নাগাড়ে।
রবিবার শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়ে হল মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সোনমার্গ, গুলমার্গের তাপমাত্রা নেমেছে আরও নীচে।
প্রবল ঠাণ্ডায় বহু জায়গায় ডাল লেকের জল জমে বরফ হয়ে গিয়েছে। তা ভেঙেই এগিয়ে চলেছে শিকারা।
কাচের মতো সেই বরফ তুলে পরখ করছেন মানুষজন।
গাছে পাতার দেখা নেই। তা ঢেকেছে পুরু তুষারে।