দুর্গাপুজোয় ঠাকুরদেখা মাটি করতে পারে ঝড়বৃষ্টি
দুর্গাপুজোর আনন্দ মাটি করতে পারে ঝড়বৃষ্টি। ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ঝড় ও বৃষ্টির পূর্বভাস মিলছে। তবে বৃষ্টি চলতে পারে ১৮ তারিখ পর্যন্ত।
১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৭৫-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তার সঙ্গে বৃষ্টিপাত।
১৫ তারিখের পরও বৃষ্টির ভ্রুকূটি এড়ানো যাচ্ছে না। বরং নিম্নচাপের বৃষ্টির বঙ্গবাসীকে অস্বস্তিতে ফেলতে পারে ১৮ অক্টোবর পর্যন্ত।
জানা গিয়েছে, বঙ্গোপসাগরের সমুদ্রতলের তাপমাত্রা বেড়ে গিয়েছে। সে কারণে নিম্নচাপ পরিণত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে।
ওডিশা বা বাংলাদেশ দিয়ে দক্ষিণবঙ্গে আছড়ে পরতে পারে ঘূর্ণিঝড়।
তবে সবটাই পূর্বভাস ও সম্ভাবনা। এখনই ঘাবড়ানোর কিছু নেই। আর উমা বছরে একবার আসেন। তাই ঝড়বৃষ্টিকেও তুড়ি মেরে উড়িয়ে বাঙালি বেরোবে মণ্ডপ দর্শনে।