ছবিতে দেখুন অটল বিহারী বাজপেয়ীর নিয়মভঙ্গের অনুষ্ঠান
অঞ্জন রায়: কলকাতার আহেরিটোলা ঘাটে সোমবার সম্পন্ন হল প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নিয়মভঙ্গ অনুষ্ঠান।
প্রয়াত বাজপেয়ীর নিয়মভঙ্গ অনুষ্ঠানে কোনও খামতিই করেনি রাজ্য বিজেপি শিবির। নিয়মমাফিক সব কিছুরই আয়োজন করা হয়েছিল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মিনাদেবী পুরোহিত।
সোমবার আহেরিটোলা ঘাটে প্রায় ২ঘণ্টা ধরে চলে নিয়মভঙ্গের অনুষ্ঠান।
বাজপেয়ী যা যা খেতে ভালোবাসতেন, সে সব কিছুরই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে।
মাছ খেতে প্রচণ্ড ভালোবাসতেন অটল বিহারী বাজপেয়ী। তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁরই পছন্দের মাছের পদ ছিল এদিনের অনুষ্ঠানে।
বাজপেয়ীর নিয়মভঙ্গের অনুষ্ঠানে কী কী পদের আয়োজন করা হয়েছিল জানেন?
পাঁচ রকম মাছের পদের আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠানে।
সঙ্গে ছিল বাজপেয়ীর পছন্দের আরও নানা পদ। ছিল ফুচকা, তেঁতুল জল।
ভাত, ভাঁজা, ঢেরস পোস্ত- সবই হয়েছিল বাজপেয়ীর পছন্দ মতো।
শেষ পাতে ছিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পছন্দের চাটনি ও মিষ্টি।
বাজপেয়ীর আবেগকে ধরে রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রাজ্য বিজেপি দফতর।