`আমরা রাজীবপন্থী`, বনমন্ত্রীর সমর্থনে পোস্টারে এবার ছয়লাপ বাঁকুড়া শহর

Tue, 08 Dec 2020-7:03 pm,

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে অনুগামীর সংখ্যা কম নয় তাঁরও! কলকাতার পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের(Rajiv Banerjee) নামে পোস্টারে ছয়লাপ বাঁকুড়া শহর। পোস্টারে লেখা, 'আমরা রাজীবপন্থী'। ঘটনাটিকে অবশ্য আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী শ্যামল সাঁতরার প্রতিক্রিয়া, 'মানুষকে বিভ্রান্ত করে ভোটে জিততে চাইছে বিরোধীরা।'  বিজেপি সাংসদ সুভাষ সরকারের(Subhas Sarkar) পাল্টা কটাক্ষ, 'তৃণমূলে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে।'

 

কোন পথে হাঁটবেন? নিজের রাজনীতিক অবস্থান এখনও স্পষ্ট করেননি শুভেন্দু অধিকারী(Suvendu Adhikary)। এরইমধ্যে আবার অরাজনৈতিক মঞ্চ থেকে 'বেসুরো' মন্তব্য শোনা গেল বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের(Rajiv Banerjee) গলায়। যথারীতি প্রকাশ্যে চলে এল পোস্টারও!

 

রবিবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের(Rajiv Banerjee) সমর্থনে পোস্টার দেখা গিয়েছিল শ্যামবাজার, হাতিবাগান, গিরীশ পার্ক- সহ কলকাতার বিভিন্ন এলাকায়। কে বা কারা পোস্টার টাঙিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর চাপানউতোর।

 

এবার 'রাজীবপন্থী' পোস্টারে ছয়লাপ বাঁকুড়া শহর। মঙ্গলবার সকালে মাচানতলা-সহ শহরের বিভিন্ন এলাকায় এই পোস্টারগুলি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের।

 

বাঁকুড়ায় কারা লাগাল এমন পোস্টার? বাঁকুড়ার(Bankura) বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শ্য়ামল সাঁতরার দাবি, 'রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়েছে বিরোধীরা। মানুষকে বিভ্রান্ত করে ভোটে জিততে চাইছে তারা।'  'তৃণমূল পার্টিটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে',পাল্টা কটাক্ষ বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের(Subhas Sarkar)।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link