মমতাকে ব্যঙ্গচিত্র পোস্টারে `স্বাগত` জানাল দিল্লি, নেপথ্যে বিজেপি?
দিল্লিতে পাল্টা মমতার ব্যঙ্গচিত্র এঁকে বিজেপি জবাব দিল। লেখা হয়েছে, দিদি এখানে হাসতে মানা নেই। গণতন্ত্রে রয়েছেন আপনি। কোথাও লেখা হয়েছে, কেউ বক্তব্য রাখা থেকে আপনাকে আটকাবে না দিদি।
যন্তরমন্তর রোড, বঙ্গ ভবন ও উইন্ডসোর প্যালেস সার্কেল এলাকায় লেগেছে পোস্টারগুলি।
যন্তরমন্তরে অরবিন্দ কেজরিওয়ালের ধরনায় এদিন হাজিরা দিতে দিল্লিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অতিসম্প্রতি বাংলায় যোগী আদিত্যনাথ ও অমিত শাহের হেলিকপ্টার অবতরণের অনুমতি না দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলে বিজেপি।
দিল্লিতে পাল্টা মমতার ব্যঙ্গচিত্র এঁকে বিজেপি জবাব দিল। লেখা হয়েছে, 'দিদি এখানে হাসতে মানা নেই। গণতন্ত্রে রয়েছেন আপনি'।
কোথাও আবার লেখা হয়েছে, 'কেউ বক্তব্য রাখা থেকে আপনাকে আটকাবে না দিদি'।