আলু-পেঁয়াজের দামে লাগাম টানতে, অভিযান ইবির

Sat, 07 Nov 2020-10:26 am,

নিজস্ব প্রতিবেদন: আগুন দাম বাজারে। আলু-পেঁয়াজে হাত দিলে ছেঁকা লাগছে আমজনতার। বিশ্বমারী সঙ্গে 'ফেস্টিভ সিজন' সব মিলিয়ে ব্যবসায় মুনাফা লাব করতে আকাশছোঁয়া দাম নিত্যপ্রয়োজনীয় জিনিসের। পেঁয়াজ নিয়ে নবান্নের কড়া নির্দেশিকার পরই কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

বাঙালির খাওয়ার পাতে যাকে ছাড়া চলে না, সে-বস্তুটি হল নিতান্ত গোবেচারা আলু। অন্য আনাজ না কিনলেও বা কম করে কিনলেও আলু-পিঁয়াজ না কিনলে তার চলবে না। আর ওই আলু-পিঁয়াজ কিনতে গিয়ে নিত্য দিন বাজারে হাতে ছ্যাঁকা খাচ্ছেন বাঙালি।পুজোর আগে পর্যন্ত জ্যোতি আলু খোলা বাজারে বিক্রি হচ্ছিল ৩২-৩৫ টাকা কেজি দরে। পুজো পার হতেই সেই আলুর দাম গিয়ে পৌঁছল ৪০-এর ঘরে! চন্দ্রমুখী আলু তো আরও মহার্ঘ হয়ে উঠেছে।

শনিবার, ইবি শহরের মানিকতলা, বৈঠক খানা, কোলে মার্কেটে অভিযান চালায়। গত শুক্রবারও অভিযান চালিয়েছে ইডি।

ব্যবসায়ীদের বলা হয়, যাঁরা হোল সেলার ডিলার রয়েছে তারা ২৫ মেট্রিকটনের বেশি আলু পেঁয়াজ রাখতে পারবে না। যাঁরা পাইকারি হারে আ আলু পেঁয়াজ বিক্রি করে তাঁরা ২ মেট্রিক টনের বেশি মজুত রাখতে পারবে না।

কত আলু ও পেঁয়াজ রাখছে তার চালান রখতে হবে। কিন্তু ইডি বাজার ঘুরে দেখে কারর কাছে যথাযথ সঠিক চালান নেই।

ইবি জানিয়ে দিয়ে যায়, আলুর দাম কমছে, কমদামে বিক্রি করতে হবে। কিন্তু সেদিকে কর্ণপাত করতে নারাজ ব্যবসায়ীরা।

তাদের বক্তব্য, আলুর দাম সঙ্গে যোগ করতে হয় গাড়ির ভাড়া, বাজারের ভাড়া, বাদবাকি বিক্রির আনুষাঙ্গিক খরচ।

ইবি সতর্ক করে বলেছে, আলুর দাম না কমালে, আইনত পদক্ষেপ করতে হবে।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link