Potato Supply: মঙ্গলবার থেকেই আর পাতে পড়বে না আলু? আত্মারাম খাঁচাছাড়া বাঙালির...

Soumitra Sen Sat, 30 Nov 2024-8:40 pm,

উল্লেখ্য, আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। (তথ্য: বিধান সরকার)

বৈঠকে ঠিক হয়, ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। (তথ্য: বিধান সরকার)

অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। (তথ্য: বিধান সরকার)

অর্থাৎ, রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই! এছাড়াও বেআইনি ভাবে জরিমানা করা হচ্ছে বলেও অভিযোগ। (তথ্য: বিধান সরকার)

চলতি সপ্তাহে দুবার বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। আজ, শনিবার বৈঠক শেষে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত, আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত হিমঘর থেকে সারা রাজ্যে বন্ধ থাকবে আলু সরবরাহ। (তথ্য: বিধান সরকার) 

এর ফলে আলুর জোগান কমবে, আবারও নতুন করে রাজ্যে বিভিন্ন বাজারে আলুর দাম বাড়ার সম্ভাবনা। (তথ্য: বিধান সরকার)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link