Typhoon: ভয়ঙ্কর টাইফুনে তছনছ দক্ষিণ-মধ্য ফিলিপিন্স, মৃত বহু

Sun, 19 Dec 2021-7:46 pm,

ভয়ঙ্কর টাইফুনে তছনছ দক্ষিণ ও মধ্য ফিলিপিন্স। এখওপর্যন্ত ওই টাইফুনে মৃত্যু হয়েছে ১০৮ জনের। বহু মানুষ ঘরছাড়া। দুর্গতদের কাছে পানীয় জল ও খাবার পৌঁছনোর চেষ্টা করছে প্রশাসন।

সমুদ্র তটবর্তী এলাকার ঘর ও রিসর্টগুলি থেকে পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন কমপক্ষে ৩ লাখ মানুষ। 

দক্ষিণ ও মধ্য ফিলিপিন্সের অধিকাংশ জায়গায় বিদ্যুত্ নেই।  মোবাইল পরিষেবা বন্ধ। বেশিরভাগ গ্রামেই ঢুকে গিয়েছে সমুদ্রের নোনা জল। হাসপাতাল, সরকারি ভবন, সাধারণ মানুষের ঘরবাড়ির ছাদ আস্ত নেই। ফলে মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভয়ঙ্কর এই টাইফুনের নাম রাই। বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

পরিস্থিতি এতটাই খারাপ যে ত্রাণ ও উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, পুলিস, কোস্টগার্ডকে। ত্রাণে হাত লাগিয়েছে রেডক্রশ ও রেড ক্রিসেন্টের মতো সংগঠন। রেড ক্রসের আধিকারিক আলাবার্তো বোকানেগরা জানিয়েছেন, যে ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসতে বহুদিন লেগে যাবে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link